ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগকে বিভ্রান্তিকর ও অন্যায্য বলে মন্তব্য করেছে কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাস। বুধবার (১ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে কিছু প্রতিবেদনে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসাকে শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হলেও, বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী বৈধ প্রক্রিয়ায় ভর্তি ও বসবাসের শর্ত পূরণ করেন এবং উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার খরচ বহন করে থাকেন।
দূতাবাস জানায়, কিছু অসাধু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। তাদের অতিরঞ্জিত তথ্যের কারণে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে খণ্ডকালীন কাজ করতে বাধ্য হয়, যা ডেনিশ আইনে বৈধ। তবে এর কারণে পড়াশোনায় প্রভাব পড়লেও তা শিক্ষার্থীদের সততা বা উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী আইন মেনে চলেন, ডেনিশ সমাজে ইতিবাচক অবদান রাখেন এবং অনেকেই পূর্ণ বৃত্তি পেয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। এছাড়া বাংলাদেশি গবেষক, শিক্ষক ও পোস্ট-ডক্টরাল ফেলোরা ডেনিশ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, যা ডেনমার্কের জন্যও সুফল বয়ে আনছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা ডেনিশ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীদের স্বপ্ন ও সুযোগ সুরক্ষিত থাকে এবং শিক্ষা ভিসার অপব্যবহার প্রতিরোধ করা যায়।