ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুরে, যখন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে থেকে উড্ডয়নের আগেই হঠাৎ থেমে যেতে বাধ্য হয়।
সিএনএন-এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৬৮৫ যেটি নর্থ ক্যারোলিনার চার্লট শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেটি রানওয়ে ধরে গতি নেওয়ার সময়েই বিমানের ল্যান্ডিং গিয়ারে কারিগরি সমস্যা দেখা দেয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে পাইলটরা সঙ্গে সঙ্গেই উড্ডয়ন বন্ধ করে দেন, এবং বিমানটি জরুরি ভিত্তিতে থামিয়ে যাত্রীদের স্লাইডের মাধ্যমে দ্রুত বের করে আনা হয়। ফ্লাইটটিতে মোট ১৬০ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
ফক্স বিজনেস জানিয়েছে, বিমানটি এয়ারবাস A321 মডেলের ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারহিটেড ব্রেকের কারণেই কেবিনের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও কোনো অগ্নিকাণ্ড ঘটেনি, তবুও ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসা ও আতঙ্কে যাত্রীরা দৌঁড়ে বিমান থেকে সরে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন, আর কেবিন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। অনেকে এ দৃশ্যকে ‘মৃত্যুর খুব কাছাকাছি চলে যাওয়া’ বলেও বর্ণনা করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়েনি।