ঢাবির হলগুলোতে ছাত্রদল কমিটি ঘোষণায় মধ্যরাতের বিক্ষোভ

dhaka university hall protest chhatra dal committee

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন। রাত ১২টার পর মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ একাধিক হলে শিক্ষার্থীরা মশাল মিছিল ও স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘হল পলিটিকসের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান।

বিশেষ করে রোকেয়া হলে শিক্ষার্থীরা দুই দফায় বিক্ষোভ করেন। বিকেলে কমিটি বাতিলের জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা রাতে আবারও হল প্রাঙ্গণে জড়ো হন। রাত গভীর হলেও তাঁদের আন্দোলন অব্যাহত ছিল।

রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে চারটি দাবি জানান—
১. রোকেয়া হলকে প্রকাশ্য ও গোপন—সব ধরনের ছাত্ররাজনীতি থেকে মুক্ত ঘোষণা করতে হবে। নির্বাচিত হল সংসদ ছাড়া কোনো রাজনৈতিক সংগঠন হলে কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিল করতে হবে।
২. ছাত্রদল, বাগছাস, শিবির, ছাত্রী সংস্থা, ছাত্রলীগসহ সব সংগঠন গোপনে কোনো কমিটি গঠন করতে পারবে না। প্রমাণ মিললে সিট বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
৩. ১৭ জুলাইয়ের পূর্বের স্মারকলিপিতে স্মারক নম্বর যুক্ত করে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
৪. হল কর্তৃপক্ষের কেউ রাজনৈতিক সংগঠনকে সহযোগিতা করলে তাঁদের পদত্যাগে বাধ্য করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে।

এ ছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে আলাদা স্মারকলিপি জমা দিয়েছেন।