পাঁচ হলের ফল ঘোষণা, শিবির প্যানেল এগিয়ে

daksu election abu sadik leading

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফলাফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হলো— শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আবু সাদিক সর্বমোট ৭০৭৬ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ১৭৮৯ ভোট।

বিস্তারিত ফলাফল (ভিপি পদ):

  • শহীদুল্লাহ হল: আবু সাদিক ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯
  • ফজলুল হক হল: আবু সাদিক ৮৪১, আবিদুল ইসলাম ১৮১
  • অমর একুশে হল: আবু সাদিক ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১
  • কার্জন হল: আবু সাদিক ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১
  • সুফিয়া কামাল হল: আবু সাদিক ১২৭০, আবিদুল ইসলাম ৪২৩

এছাড়াও, জিএস (সাধারণ সম্পাদক) পদে ফরহাদ হোসেন বিভিন্ন হলে সর্বোচ্চ ভোটে এগিয়ে আছেন।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন, যা পরিচিত “মিনি পার্লামেন্ট” নামে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৩৯,৭৭৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ২০,৮৭৩ জন এবং নারী ভোটার ছিলেন ১৮,৯০২ জন। ভোটগ্রহণ হয় ৮০ শতাংশের বেশি।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে লড়েছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬২ জন।