ককটেল বা আগুন দিলে ‘গুলি করার নির্দেশ’ দিলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

dmp commissioner

কর্তব্যরত পুলিশ সদস্য কিংবা সাধারণ জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ বা আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে হামলাকারীদের লক্ষ্য করে গুলি করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। ঢাকা পোস্টের কাছে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

পরে মুঠোফোনে যোগাযোগ করলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,
“হ্যাঁ, বলেছি। বাসে আগুন দিলে, পুলিশ–জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজধানীতে নাশকতা, ককটেল হামলা ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ মাঠপর্যায়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন নির্দেশ সামনে আরও আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন তারা।

ঘটনাটি নিয়ে ডিএমপির আরও কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।