ড. মুহাম্মদ ইউনূস: ‘আমরা শহীদুল আলম ও গাজার পাশে আছি’

dr yunus shahidul alam gaza

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা শহীদুল আলম এবং গাজার পাশে আছি।” শনিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি গাজা অভিমুখী ঐতিহাসিক নৌযাত্রায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা, বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের।”

তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদুল আলমকে ১০৭ দিন কারাগারে থাকতে হয়েছিল। সেই অভিজ্ঞতার মতোই আজও তিনি সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে এগিয়ে গেছেন। ড. ইউনূসের ভাষায়, “আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক।”

জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা আরও বলেন, “মানব কষ্টের প্রতি উদাসীনতা আমাদের অগ্রগতিকে ধ্বংস করছে। গাজার মতো ভয়াবহ ট্র্যাজেডি আর কোথাও নেই। শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, হাসপাতাল, স্কুল ও মহল্লা ধ্বংস করে দেওয়া হচ্ছে।”

ড. ইউনূস স্পষ্টভাবে জানান, “আমরা শহীদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি—এখন এবং চিরকাল।”