ডাকসু নির্বাচনে শিবির, বামজোটসহ একাধিক প্যানেল ঘোষণা, ছাত্রদল এখনো অনিশ্চিত

du daksu election 2025

ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একাধিক সংগঠন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল।

ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে চাকমা, প্রতিবন্ধী, আহত শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রের দক্ষ শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। ভিপি পদে লড়বেন সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

অন্যদিকে, বামপন্থি জোট সম্মিলিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০১৯ সালের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জিএস পদে থাকছেন মেঘমল্লার বসু।

ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত এবং জিএস পদে খায়রুল আহসান মারজান।

এছাড়াও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল, এবং ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি স্বতন্ত্র প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

এদিকে এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। তবে শেষ দিনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদল জানিয়েছে, রাতের মধ্যে বা আগামীকাল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হতে পারে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৫৬৫ জন প্রার্থী। একইসঙ্গে ১৮টি হলে হল সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ আগস্ট। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।