ডাকসু নির্বাচন ২০২৫: সাদিক-ফরহাদ পরিষদের বিজয়

daksu election 2025 sadiq kayem win

রাতভর নানা অভিযোগ ও উৎকণ্ঠার পর অবশেষে বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।

স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ২ হাজার ৫৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ২ হাজার ৩৮৫ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি মাত্র ১১ ভোট পেয়েছেন।

ফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা এবং আব্দুল কাদের নির্বাচনকে ‘কারচুপি ও অনিয়মে ভরা’ অভিযোগে প্রত্যাখ্যান করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়। তবে জগন্নাথ হল ছাড়া অন্য সবগুলো হলে সাদিক বড় ব্যবধানে জয় পান। জগন্নাথ হলে তিনি মাত্র ১০ ভোট পেলেও আবিদুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।

এবার ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের মোট ৮১০ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন এবং ১৮টি হলে মোট ২৩৪ পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।