মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে সিলেটে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম এলাকায়, আর ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ১০৬.৮ কিলোমিটার গভীরে।
হঠাৎ কম্পনে অনেক মানুষ রাতের ঘুম থেকে জেগে ওঠেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভূতির বিষয়টি জানাতে থাকেন। তবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানান, মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো ভূ-কম্প্রবণ অঞ্চলে হওয়ায় বাংলাদেশে মাঝেমধ্যে এ ধরনের কম্পন অনুভূত হয়।
