তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই, ফেব্রুয়ারির আগেই ভোট: ইসি সানাউল্লাহ

ec announcement bangladesh election

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

প্রায় আট ঘণ্টাব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ইসি সানাউল্লাহ বলেন, “ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”

নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে এক প্রশ্নে সানাউল্লাহ বলেন, “নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে না।”

তবে ভোট পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ নিয়ে ইসি কমিশনার বলেন, “এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। এই প্রক্রিয়া বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হবে এবং কমিশন ও ডাক বিভাগ যৌথভাবে কাজ করবে।”

এদিন দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।” তিনি জানান, “৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এখন আমাদের কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”