জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হলেও বাকি আড়াই শতাধিক আসনের আগের সীমানা অপরিবর্তিত থাকছে।” তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর আপিল ও শুনানি শেষে চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের গঠিত বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশ এবং কমিশনের অনুমোদনের ভিত্তিতে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে।
বর্তমানে গাজীপুরে পাঁচটি আসন রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী সেখানে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে চারটি আসনের পরিবর্তে এখন থেকে তিনটি আসন থাকবে। আনোয়ারুল ইসলাম বলেন, “৬৪ জেলার গড় ভোটারের ভিত্তিতে গাজীপুর ও বাগেরহাটে এই পরিবর্তন আনা হয়েছে যাতে সমতা বজায় থাকে।”
নতুন সীমানা অনুযায়ী যেসব আসনে পরিবর্তন এসেছে, তার মধ্যে রয়েছে পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১ থেকে ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮, এবং বাগেরহাট-২ ও ৩।
উল্লেখ্য, বাকি ২৬১টি সংসদীয় আসনে কোনো পরিবর্তন আনা হয়নি। দুই বা তিনটি আসন নিয়ে গঠিত জেলাগুলোর সীমানাও পূর্বের মতোই থাকছে।
যে সব এলাকা নিয়ে গঠিত হচ্ছে ৩৯ আসন–
পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলা এবং আটোরিয়া উপজেলা [বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড ব্যতীত]; পঞ্চগড়-২ (বোদা উপজেলার ইউনিয়নসমূহ, বোদা পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ড এবং দেবীগঞ্জ উপজেলা); রংপুর-৩ (রংপুর সদর, ওয়ার্ড নম্বর ১ থেকে ৮ ব্যতীত রংপুর সিটি করপোরেশন এবং রংপুর সেনানিবাস এলাকা); সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন); সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী, কাওয়াকোলা, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা এবং কামারখন্দ উপজেলা); সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা); সাতক্ষীরা-৪ (আশাশুনি ও শ্যামনগর উপজেলা); শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা এবং ভেদরগঞ্জ উপজেলা [ভেদরগঞ্জ ও সখীপুর থানা]); শরীয়তপুর-৩ (ডামুড্যা উপজেলা এবং গোসাইরহাট উপজেলা); ঢাকা-২ (কেরাণীগঞ্জ উপজেলার তাড়ানগর, কালাতিয়া, হজরতপুর, রুহিতপুর ও শাক্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমীনবাজার, তেতুলজোড়া, ভার্কুতা, কাউন্দিয়া, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন); ঢাকা-৩ (কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা, শুভাঢ্যা, ভাস্তা ও কালিন্দী ইউনিয়ন); ঢাকা-৭ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ থেকে ৩৩,৩৫, ৩৬,৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড); ঢাকা-১০ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ থেকে ১৮,২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড); ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড); ঢাকা-১৯ (সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস এলাকা); গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড); গাজীপুর-২ (গাজীপুর সিটি করপোরেশনের ১৩ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন); গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস); গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা); গাজীপুর-৬ (গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড); নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও বন্দর উপজেলা); নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলিরটেক ইউনিয়ন); নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন); সিলেট-১ (সিলেট সিটি করপোরেশনের ১ থেকে ২৪,৩১ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলা); সিলেট-৩ (সিলেট সিটি করপোরেশনের ২৫ থেকে ৩০,৪০, ৪১,৪২ নম্বর ওয়ার্ড); ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধস্তি, চান্দুয়া ও হরষপুর ইউনিয়ন); ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পানগর, পত্তন, দক্ষিণ সিংগারবিল, বিষ্ণপুর, চর ইসলামপুর ও পাহাড়পুর ইউনিয়ন); কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা উপজেলা); কুমিল্লা-২ (হোমনা ও তিতাস উপজেলা); কুমিল্লা-১০ (নাংগলকোট ও মনোহরগঞ্জ উপজেলা); কুমিল্লা-১১ (কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা); নোয়াখালী-১ (চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, চাষীরহাট, বজরা, সোনাপুর, দেওটি ও আমিশাপাড়া ইউনিয়ন এবং সোনাইমুড়ী পৌরসভা); নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা, সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর); নোয়াখালী-৪ (সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, দাদপুর, নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, নোয়াখালী, ধর্মপুর, এওজবালিয়া, কালাদরাগ, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়ন, নোয়াখালী পৌরসভা); নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার আশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন); চট্টগ্রাম-৭ (রাংগুনিয়া উপজেলা); চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড); বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া এবং রামপাল উপজেলা); এবং বাগেরহাট-৩ (মোংলা, মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলা)।