নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন: প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

bangladesh election

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন করে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, “কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থগিতকৃত প্রতীক ব্যতীত প্রাপ্যতা সাপেক্ষে নিম্নবর্ণিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি প্রতীক বরাদ্দ পেতে পারেন।”

এর আগে শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসির মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। কয়েক দফা চিঠি চালাচালি ও বৈঠকের পরও কমিশন ‘শাপলা’ প্রতীক দিতে রাজি হয়নি।

গত ৭ অক্টোবর এনসিপি সাতটি নমুনা চিত্রসহ আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। তবে ইসি তা নাকচ করে জানায়, বিদ্যমান তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে।

প্রতীক পছন্দের শেষ দিন ছিল ১৯ অক্টোবর। কিন্তু এনসিপি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে বৃহস্পতিবার ইসি প্রতীকের তালিকা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে।