পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার

Moon in Bangladesh

দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে।

রোববার (২৪ আগস্ট) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

সভায় জানানো হয়, আজ রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে। তাই ১২ রবিউল আউয়াল অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে।

প্রতি বছর আরবি ১২ রবিউল আউয়াল মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করেন। ৫৭০ খ্রিস্টাব্দে এদিনে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি এবং ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন।

বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয় এবং মুসলিম সম্প্রদায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।