আগামী ৬ই সেপ্টেম্বর শনিবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দেশের আকাশে রোববার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। এজন্য আগামী ৬ই সেপ্টেম্বর দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারসহ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, ওয়াকফ প্রশাসন ও বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।