পবিত্র ঈদুল আজহা: আগামী ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

eiduladha 10 days holiday

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন (বুধবার) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের সরকারি ছুটি, যা চলবে ১৪ জুন (শনিবার) পর্যন্ত। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত এক দায়িত্বশীল উপদেষ্টা প্রথম আলোকে জানান, ঈদের দীর্ঘ ছুটির সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ মে ও ২৪ মে, যেগুলো পড়ছে শনিবার, সেসব দিন সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ দিনের ছুটির ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি জানান, সরকার ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে টানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

এ বছর এর আগেও ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। সেসময় সরকার পূর্বনির্ধারিত পাঁচ দিনের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি যুক্ত করে এই ছুটির পরিসর বাড়িয়েছিল।

সারাদেশের মানুষ এবারও দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।