এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের জয়, বেলিংহ্যাম-এমবাপের গোলেই বার্সাকে হারাল আলোনসোর দল

el clasico real madrid vs barcelona

এল ক্লাসিকোয় শিরোপাহীন মৌসুমের হতাশা কিছুটা কাটাল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত মৌসুমের প্রথম ক্লাসিকোয় জমজমাট লড়াইয়ে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা।

রোববার (২৬ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। বার্সার একমাত্র গোলটি করেন ফারমিন লোপেজ। ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন বার্সা মিডফিল্ডার পেদ্রি।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই পেনাল্টির সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ভিএআরে দেখা যায়, ভিনিসিয়ুস জুনিয়রের ওপর ফাউল ছিল না; ফলে সিদ্ধান্ত বদলান রেফারি। নবম মিনিটে ইয়ামালের শট লক্ষ্যে না গেলেও ম্যাচের গতি বাড়ে।

২২ মিনিটে বেলিংহ্যামের দারুণ পাস থেকে গোল করেন এমবাপে, রিয়াল পায় লিড। ৩৬ মিনিটে বার্সার ফারমিন লোপেজ সমতায় ফেরান দলকে। তবে বিরতির আগে (৪৩ মিনিটে) ভিনিসিয়ুসের ক্রস থেকে বেলিংহ্যামের গোল রিয়ালকে আবার এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে রিয়ালের পক্ষে এমবাপে একটি পেনাল্টি সুযোগ পেলেও বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি চমৎকারভাবে তা রুখে দেন। ম্যাচের শেষভাগে বার্সার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়, অন্যদিকে বেলিংহ্যামের এক গোল অফসাইডে বাতিল হয়।

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানেই জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে উত্তেজনা চরমে পৌঁছায়, হাতাহাতির ঘটনাও ঘটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে।

বল পজেশনে এগিয়ে ছিল বার্সেলোনা—৬৩ শতাংশ। তবে শটে এগিয়ে রিয়াল (২২ শটের মধ্যে ৯টি লক্ষ্যে)। অন্যদিকে বার্সা নেয় ১৫ শট, যার মধ্যে ৫টি অন টার্গেট।

এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান বজায় রাখল রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।