মাস্ক বনাম নাভারো: ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে ‘মূর্খ’ বললেন মাস্ক

Peter Navarro vs Musk

শুল্কনীতি নিয়ে তীব্র মতবিরোধের মধ্যেই প্রকাশ্যে রীতিমতো বাকযুদ্ধে জড়ালেন টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী এলন মাস্ক এবং সাবেক ট্রাম্প উপদেষ্টা পিটার নাভারো (Peter Navarro)। মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক মাধ্যমে মাস্ক লিখেছেন, “নাভারো আসলেই একজন মূর্খ।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মাস্ক। তিনি ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করছেন, যেখানে Peter Navarro রয়েছেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে। নাভারো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রক্ষনশীল বাণিজ্যনীতির প্রবক্তা হিসেবে পরিচিত।

সপ্তাহান্তে মাস্ক আরেকটি পোস্টে ব্যঙ্গ করে লিখেছিলেন, “হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি নেওয়া খারাপ একটা বিষয়।” এমনকি পরে মুছে ফেলা এক পোস্টে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে লেখেন, “নাভারো জীবনে কিছুই বানায়নি,” এবং সেখানে একটি অশালীন শব্দও ব্যবহার করেন।

অপরপক্ষে, সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাভারো মাস্ককে কটাক্ষ করে বলেন, “এলন গাড়ি বিক্রি করে, সে শুধু নিজের স্বার্থ রক্ষা করছে।” এরপর সিএনবিসিকে তিনি বলেন,
“হোয়াইট হাউসে সবাই জানে, আমেরিকার জনগণও জানে—এলন গাড়ি নির্মাতা নন, তিনি কেবল গাড়ি অ্যাসেম্বল করেন।”

এই ব্যক্তিগত ও তীব্র বাকযুদ্ধের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে শুল্কনীতি নিয়ে স্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। মাস্ক যেখানে উদ্ভাবন ও মুক্তবাজার অর্থনীতির পক্ষে সাফাই গাইছেন, নাভারো সেখানেই আমেরিকান শিল্পকে রক্ষা করতে শুল্কনীতি অব্যাহত রাখার পক্ষে যুক্তি তুলে ধরছেন।