ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ‘চড়’? ভাইরাল ভিডিও ঘিরে আলোড়ন

French President Macron 'slapped'

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর মধ্যে ঘটে যাওয়া এক মুহূর্ত বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট দম্পতি বিমান থেকে নামার সময় হঠাৎ করে ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ যেন তার স্বামীকে চড় মারছেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, বিমান থেকে নামার ঠিক আগেই দম্পতিকে কিছুটা ‘বচসা’ করতে দেখা যায়। এরপরই ওই রহস্যজনক মুহূর্তটি ঘটে, যা নিয়ে এখন ইন্টারনেট সরগরম। অনেকে বলছেন এটি হয়তো একটি মজার কিংবা হালকা মুহূর্ত ছিল, আবার অনেকেই একে বিব্রতকর বলেও মন্তব্য করেছেন।

ভিডিওটি ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি “হাস্যরসের” মুহূর্ত, কেউ বলছেন এটি ছিল “সতর্কতা” বা “ক্ষোভের বহিঃপ্রকাশ”। তবে এখনো প্রেসিডেন্ট দফতর কিংবা ব্রিজিত ম্যাক্রোঁর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিম ও ট্রল ছড়িয়ে পড়েছে। কিছু ব্যবহারকারী আবার ভিডিও বিশ্লেষণ করে দেখাতে চেয়েছেন যে এটি প্রকৃতপক্ষে কোনো “চড়” নয়, বরং “হাত সরিয়ে নেওয়া” বা “হালকা ঠেল” হতে পারে।

ঘটনাটি নিয়ে মিডিয়ায় যতই শোরগোল থাকুক, ম্যাক্রোঁ দম্পতি ঠিক কী ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু না বলা পর্যন্ত ঘটনাটি রহস্যই রয়ে গেল।