সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

engineering university shutdown bangladesh

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন ‘প্রকৌশল অধিকার আন্দোলনের’ নেতাকর্মীরা।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় আন্দোলনের সংগঠনটির নেতা জুবায়ের আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের নেতা এম ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে আলোচনা সভা হবে। তিনি বলেন, “জনদুর্ভোগ চিন্তা করে আমরা মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”

তবে পরবর্তীতে জুবায়ের আহমেদ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”

এদিকে, শিক্ষার্থীদের ঘোষণার পর বৃহস্পতিবার সারাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে টানটান উত্তেজনা বিরাজ করছে।