ইইউর নতুন নীতিতে ভিসামুক্ত সুবিধা বাতিলের ক্ষমতা পেল ইউরোপীয় পার্লামেন্ট

eu visa free policy cancellation

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো এখন প্রয়োজনে বিশ্বের ৬১টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার বাতিল করতে পারবে। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদিত একটি নতুন বিধি অনুযায়ী, ইইউ সদস্যরাষ্ট্রগুলো স্বল্পমেয়াদি (৯০ দিন পর্যন্ত) ভ্রমণের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে পারবে।

নতুন এই বিধি অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের ভিসামুক্ত সুবিধা রাষ্ট্রপুঞ্জ সনদ লঙ্ঘন, আন্তর্জাতিক আদালতের রায় অমান্য, বা ইইউর ভিসা নীতির সঙ্গে অসামঞ্জস্যতা থাকলে বাতিল করা যেতে পারে। এছাড়া, ‘গোল্ডেন ভিসা’ বা বিনিয়োগভিত্তিক ভিসা প্রোগ্রামগুলোও বন্ধ করে দেওয়া হতে পারে যদি তা ইইউর নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়।

বর্তমানে ইসরায়েল, জর্জিয়া, ভেনিজুয়েলা, ইউক্রেন, সার্বিয়াসহ বিশ্বের ৬১টি দেশের নাগরিকরা ইইউ দেশগুলোতে প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন। পার্লামেন্টের নতুন এই সংশোধনের ফলে ঐ দেশগুলোর নাগরিকদের জন্য ভবিষ্যতে শর্ত আরও কঠোর হতে পারে।

এ বিধি অনুযায়ী, এসব দেশের সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, কোনো সরকারি কর্মকর্তা যদি মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক আইন ভঙ্গের সঙ্গে জড়িত থাকেন, তবে তাঁর ভিসামুক্ত প্রবেশাধিকারও স্থগিত করা যেতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আগেও ইইউর সদস্যদেশগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে ভিসামুক্ত সুবিধা স্থগিত করতে পারত। তবে এবার নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই নীতি আরও শক্তিশালী ও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে। বিশেষ করে, কোনো দেশ যদি অভিবাসন ইস্যুতে ইইউর সঙ্গে সহযোগিতা না করে, তবে এই বিধি প্রয়োগ করা হতে পারে।

এই নতুন বিধি কার্যকর হওয়ার আগে সেটি আনুষ্ঠানিকভাবে ইইউ কাউন্সিলে অনুমোদন পেতে হবে। অনুমোদনের পর এটি ইউরোপীয় ইউনিয়ন জার্নালে প্রকাশের ২০ দিন পর কার্যকর হবে বলে জানা গেছে।