পর্তুগালে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত

Biggest Eid jamaat in Portugal

বাংলাদেশীদের আয়োজনে ইউরোপের পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশীরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা।

রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মাতৃম মুনিজ পার্কের মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিশাল ময়দান।

নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের খুশি ও আনন্দ ভাগাভাগি করতে সবাই একত্রিত হন। ঈদ জামাত মুসলিম সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। প্রবাসে থেকেও এমন বৃহৎ পরিসরে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা।

ঈদের জামাতে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি সাজ্জাদুর রহমান পলাশ বলেন, “পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের এই মাতৃম মুনিজ পার্কের জামাত হচ্ছে সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, সবার অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।”

বাংলাদেশি প্রবাসী সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স বলেন, “প্রায় ১০ হাজার বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ঈদের নামাজে অংশ নিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

আরেকজন মুসল্লি বলেন, “আমরা একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছি। এজন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।”

অন্যদিকে, পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতেও ব্যাপক বাংলাদেশি অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।