চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

ex addl igp shamsuddoha arrested fraud case

চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে।

শামসুদ্দোহা খন্দকার নিজ বাহিনীতে দুর্নীতির ‘বরপুত্র’ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন নদ-নদী খননকাজের টেন্ডারে শত শত কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নদী দখল করে গড়ে ওঠা শিল্পকারখানার মালিকদের কাছ থেকেও তিনি বিপুল অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে নবাবগঞ্জে শত বিঘার বেশি জমির ওপর কয়েকশ কোটি টাকা বিনিয়োগে গড়ে তুলেছেন খামারবাড়ি।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকা অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আদালতে চার্জশিট দেয়।

দুদক সূত্র জানায়, শামসুদ্দোহা চাকরির সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আয় করেন এবং তা বিভিন্ন ব্যাংকে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেন। শুধু তার বিরুদ্ধেই ৮ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ গোপন এবং ২ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধেও ২৮ কোটি টাকার বেশি সম্পদ গোপন এবং প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন।