প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় পোস্টাল ভোট কার্যক্রমকে সামনে রেখে শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাস মিলনায়তনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসীদের ভোটার নিবন্ধন, নথিপত্র যাচাই, সুষ্ঠু ভোটগ্রহণ এবং আইনি ও কারিগরি চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, পোস্টাল ভোটের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
“ভোটাধিকার সংরক্ষণে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রক্রিয়া সুষ্ঠু রাখতে সর্বোচ্চ মান বজায় রাখা হবে,” যোগ করেন তিনি।
বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনগত জটিলতা, নতুন প্রজন্মের ভাষা ও সংস্কৃতি ধরে রাখা, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠন এবং কমিউনিটির সামগ্রিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
এ সময় দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান রিয়াদ হোসেন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক। এছাড়া প্রবাসী সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, যুব সচিব মেহেদী হাসান, রোম আঞ্চলিক সংগঠক মোহাম্মদ ফয়সাল কবিরসহ বিভিন্ন নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।
বৈঠকে উভয় পক্ষ প্রবাসীদের সেবা, তথ্যপ্রবাহ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন। রাষ্ট্রদূত কমিউনিটির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংশ্লিষ্টদের মতে, এই বৈঠক প্রবাসীদের অধিকার সুরক্ষায় এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
