লিসবন, পর্তুগাল: ইউরোপিয়ান ইউনিয়নের আগামী ৯ জুনের নির্বাচনে নারীদের ভোট প্রদানের গুরুত্ব বিষয়ে ‘লেটস মেক দ্য ইম্পসিবল হ্যাপেন ইমপাওয়ারিং মাইগ্রেন্ট ওমেন – ফারহানা আক্তার’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল।
আইমারের হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে পর্তুগালের বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আইমার ডিরেক্টর সোনিয়া আলমাদা ‘ইউরোপিয়ান নেটওয়ার্ক অব মাইগ্রেন্ট ওমেন’ প্রকল্পের অংশ হিসেবে তাদের করণীয় এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে অভিবাসীদের ভোট কতটা গুরুত্বপূর্ণ তা উপস্থাপন করেন। তিনি অভিবাসী সংগঠনগুলোকে এই বিষয়ে প্রচার-প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজেরী দীনা তার বক্তব্যে বলেন, নারীদের ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য উদাহরণ। দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নারী ক্ষমতায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেশের উন্নয়নে নারীদের অংশীদার করেছেন। তিনি ফারহানা আক্তারকে পর্তুগাল এবং ইউরোপের মাঝে বাংলাদেশ নামটি উজ্জ্বল করার জন্য তাকে অভিনন্দন জানান।
সেমিনারের মূল আকর্ষণ ছিলেন ফারহানা আক্তার। তিনি বক্তব্যে বলেন, “ইউরোপীয় ইউনিয়নে পর্তুগালের অভিবাসীদের নেতৃত্ব প্রদান করা নিশ্চিতভাবেই একটি গর্বের বিষয়। তবে মূল বিষয় বাস্তবায়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ইউরোপিয়ান নির্বাচনে অভিবাসীদের স্বার্থ রক্ষায় এই ভোট প্রদান খুবই গুরুত্বপূর্ণ। তাই ইউরোপের সবগুলো দেশের প্রতিনিধিদের সাথে আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা।”