সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে নতুন অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান,ও রয়েছেন। লুৎফর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেন।
নিয়োগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে খবরটি শেয়ার করেন অনেকেই। পোস্টের নিচে কমেন্ট করে সারজিস আলম তার শ্বশুরের অতিরিক্ত বিচারক হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন।
সারজিস আলম লিখেছেন, তার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১৯৯১-৯২ সেশনে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষার মার্কসে ১ম স্থান অধিকার করেন। আইন বিভাগ থেকে LLB ও LLM শেষ করে ১৯৯৮ সালে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি ২০০৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন এবং বর্তমানে হাইকোর্ট ও আপিল উভয় বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। সারজিস আলমের দাবি, তার শ্বশুর শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে প্রতিষ্ঠিত। এছাড়া, তিনি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিলের সকল যোগ্যতার শর্ত পূরণ করে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
সারজিস আলম বলেন, “শ্বশুরের যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে আনা সংকীর্ণ মানসিকতার পরিচয়।”
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৫ জন নতুন অতিরিক্ত বিচারকের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার (২৫ আগস্ট) রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।