ফেনীতে ডুবে গেছে একতলা বাড়ি, সড়কে গলা পর্যন্ত পানি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। পাহাড়ি পানির স্রোতে পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।  তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর এলাকার ফসলি জমি ও মাছের ঘের। শহরের প্রায় প্রতিটি একতলা বাড়ি এখন পানির নিচে। প্রধান প্রধান সড়কে গলা পর্যন্ত পানি।

 BBC Bangla Youtube

বন্যাদুর্গত জেলা ফেনীতে ৯০ শতাংশ মোবাইল নেটওয়ার্কের টাওয়ার কাজ করছে না। ফলে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার প্রায় সব এলাকা। আজ শুক্রবার সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।