কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

Foreign Affairs Advisor requests Qatar Visa

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে আলোচনায় তৌহিদ হোসেন বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান। তিনি বলেন, ব্যবসায়ী, পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য ভিসা চালু হলে উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে। একই সঙ্গে তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের পারিবারিক ভিসা ইস্যু করারও অনুরোধ জানান।

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেল বলেন, তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর বিষয়ে একটি সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা করে।

এছাড়া, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। বৈঠকে তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করে এবং কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয়।

এছাড়াও, তৌহিদ হোসেন কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) মহাসচিবের সঙ্গেও আলোচনা করেন।