ফ্রান্সে চালু হচ্ছে ইইউর নতুন এন্ট্রি/এক্সিট (EES) বায়োমেট্রিক নিয়ন্ত্রণ

france ees biometric border

ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা — এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES) ধাপে ধাপে চালু হতে যাচ্ছে। তৃতীয় দেশের (নন-ইইউ) নাগরিকদের বায়োমেট্রিক তথ্য — আঙুলের ছাপ ও মুখের ছবি — নিবন্ধনের এই পদ্ধতি ১২ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে বলে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রথম পর্যায়ে বিমানবন্দর, বন্দর ও রেলস্টেশনে মোট ১২০টি স্থানে সীমিত পরিসরে সিস্টেম চালু করা হবে। শুরুতে কিছু সংখ্যক ভ্রমণকারীকে পরীক্ষামূলকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে; এরপর ছয় মাসের মধ্যে তৃতীয় দেশের সব (১০০%) ভ্রমণকারীর নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সীমান্তে এই প্রক্রিয়া হাতে পাসপোর্টে সীল দেওয়ার বদলে ডিজিটাল রেকর্ড তৈরির কাজ করবে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পদ্ধতি চালু হলে সীমান্তে অপেক্ষার সময় বাড়তে পারে এবং প্রয়োজনে যদি অপচয় বা অতিরিক্ত অপেক্ষা হয়, তখন সাময়িকভাবে বায়োমেট্রিক নিয়ন্ত্রণ স্থগিত করে পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ারও ব্যবস্থা থাকবে। যাত্রীদের দ্রুতগতিতে সহায়তার জন্য তারা আগেভাগে বিমানবন্দর, বন্দর বা রেলস্টেশনে স্থাপিত বুথে প্রাক-নিবন্ধন করার অপশনও দিচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, EES কার্যক্রমের মাধ্যমে ভিসার অপব্যবহার (যেমন পর্যটন ভিসায় প্রবেশ করে পরে ভিসা বিধি লঙ্ঘন বা আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়ে শেঙ্গেন এলাকায় না ত্যাগ করা) শনাক্ত করা সহজ হবে। এই রেকর্ড পাঁচ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং ফরাসি প্রেফেকচুর, পুলিশ ও জেন্ডারমেরির মতো সংস্থাগুলো তা দেখতে পারবে।

EES-এর চালু হওয়ার দেখা দিলেই কিছু বিমানসংস্থা ও পরিবহন অপারেটর উদ্বেগ দেখিয়েছেন—তারা বলছেন প্রথমবার নিবন্ধনকারী যাত্রীদের জন্য বিমানবন্দরে সারি দীর্ঘ হতে পারে এবং তার ফলে ছকবদল ও লজিস্টিক সমন্বয়ের প্রয়োজন হবে। রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে EU-কমিশন, সদস্য রাষ্ট্র ও শেনজেন অংশগ্রহণকারী দেশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে; পুরো অঞ্চলে সম্পূর্ণ বাস্তবায়ন অক্টোবর ২০২৫ থেকে শুরু করে এপ্রিল ১০, ২০২৬-এর মধ্যে ধাপে সম্পন্ন হওয়ার কথা।

নোট: EES-এ সব ইইউ সদস্য দেশ অংশ নিচ্ছে না — আয়ারল্যান্ড ও সাইপ্রাস বোর্ডিং পদ্ধতিতে আলাদা নিয়ম বজায় রাখবে। তাছাড়া কিছু দেশ ও ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে — উদাহরণস্বরূপ ১২ বছরের নিচে শিশুদের আঙুলের ছাপ নেওয়া যতটা সম্ভব সংগঠিত নয় ইত্যাদি ছাড় প্রযোজ্য হতে পারে।