ফ্রান্সের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য সুসংবাদ

France visa application Dhaka

রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থী বাংলাদেশিদের উন্নত সেবা দেওয়ার জন্য গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই কেন্দ্রটির উদ্বোধন করেন। বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এ কেন্দ্রে আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এ উদ্যোগ বাংলাদেশিদের ভ্রমণ সুবিধা ও প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি করবে। দৈনিক আবেদন সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের আধুনিক ব্যবস্থা যোগ হবে এবং আবেদনকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত হবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়া কার্যক্রমে কাজ করছে এবং বর্তমানে ২৯টি দেশে ৭০টি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে। তারা শুধুমাত্র আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মতো প্রশাসনিক কাজে সহায়তা করবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার অনুমোদন ও প্রত্যাখ্যানের ক্ষমতা কেবল ফরাসি দূতাবাসের অধীন থাকবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এখানে