ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের একজন আনাস আল-শরীফ, যিনি গাজার চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার অন্যতম কণ্ঠ ছিলেন। সোমবার (১১ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটির মতে, গাজা সিটিতে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগে আল-শরীফ বিশ্ববাসীর উদ্দেশে একটি আবেগঘন বার্তা রেখে যান। সেখানে তিনি গাজা ও ফিলিস্তিনি জনগণকে ভুলে না যাওয়ার আহ্বান জানান।
নিজের ইচ্ছাপত্রে আল-শরীফ লিখেন, তিনি সারাজীবন চেষ্টা করেছেন “নিজ জনগণের কণ্ঠস্বর ও সহায়তায় নিবেদিত” একজন মানুষ হতে। জীবনের প্রতিটি ক্ষণে কষ্টের স্বাদ পেলেও সত্যকে বিকৃত না করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ায় কখনো দ্বিধা করেননি।
তার আশা ছিল, পরিবার ও প্রিয়জনদের নিয়ে দখলকৃত আসকালান শহরে ফিরে যাওয়ার, কিন্তু তা পূরণ হয়নি। মৃত্যুর আগে তিনি সন্তানদের, বিশেষ করে কন্যা ও ছেলের যত্ন নেওয়ার আহ্বান জানান বিশ্ববাসীর কাছে।
আল-শরীফ বার্তায় লেখেন, “ফিলিস্তিনকে ভুলে যেও না— এটি মুসলিম বিশ্বের মুকুটমণি, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। নিরপরাধ সেই শিশুদের পাশে দাঁড়াও, যারা কখনো স্বপ্ন দেখার সুযোগ পায়নি।”
শেষ লাইনে তিনি অনুরোধ করেন, “গাজাকে ভুলে যেও না… আর তোমাদের আন্তরিক দোয়ার মধ্যে আমাকে ভুলে যেও না।”