গ্রিসে কর্মী সংকট মেটাতে ৪ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে

Bangladeshi workers recruitment in Greece

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ গ্রিসে কর্মী সংকট দূর করতে নতুনভাবে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি বছরে ৮৯ হাজার ২৯০ জন শ্রমিক আনার অনুমোদন দিয়ে একটি গেজেট প্রকাশ করেছে গ্রিসের মন্ত্রিসভা। এর আওতায় বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, গ্রিসের পর্যটন, নির্মাণ ও কৃষি খাতের চাহিদা মেটাতে প্রায় তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন। বিশেষ করে কৃষি খাতে শ্রমিক সংকট দীর্ঘদিন ধরে বিদ্যমান, যা এবার বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে সমাধান করতে চায় গ্রিস সরকার।

গেজেট অনুযায়ী, মোট ৮৯ হাজার ২৯০ জন শ্রমিকের মধ্যে বিভিন্ন অদক্ষ ও দক্ষ পদের জন্য নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৫ হাজার ৬৭০ জন মৌসুমি কাজে (সিজনাল ভিসা) নিয়োজিত হবেন। এছাড়া, দুই হাজার কর্মী উচ্চ দক্ষ শ্রমিক হিসেবে এবং ৪১ হাজার ৬৭০ জন নির্ভরশীল কর্মসংস্থানের আওতায় আসবেন।

গ্রিসের শ্রমবাজারে বর্তমানে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ শ্রমিক, ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিমফিটার, গাড়িচালক, সাইট ইঞ্জিনিয়ার এবং ভারী যন্ত্রপাতির অপারেটরসহ বিভিন্ন পদের জন্য ব্যাপক চাহিদা রয়েছে।

গ্রিসের অভিবাসন নীতির অংশ হিসেবে বাংলাদেশ ও মিশরের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রায় নয় হাজার কর্মী নেওয়া হবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে কাজের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে গ্রিক সরকার এক লাখ ৪৭ হাজার ৯২৫ জন বিদেশি শ্রমিক নেওয়ার কোটা নির্ধারণ করেছিল। তবে শ্রমবাজারের অতিরিক্ত চাহিদা মেটাতে নতুন করে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করেছে, বিশেষ করে যারা ইউরোপে বৈধভাবে কাজের সুযোগ খুঁজছেন। তবে আগ্রহীদের যথাযথ নিয়ম মেনে এবং সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।