হজ কার্যক্রমে ঘুষ নিলে ‘ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে’: ধর্ম উপদেষ্টা

hajj corruption warning death penalty

হজ কার্যক্রমে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, মন্ত্রণালয় থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে হাবের সদস্যরা আমাকে সহযোগিতা করবেন।”

তিনি জানান, উড়োজাহাজের ভাড়া কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনায় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যেন তারা মতামত দিতে পারেন।

গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। সৌদি আইনে এসব মাদক হিসেবে গণ্য হওয়ায় দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া গত হজে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। এসব অনৈতিক কার্যক্রম বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।