ইংল্যান্ডে ফিরেই জয়ের স্বাদ পেলেন হামজা চৌধুরী। কভেন্ট্রির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের ৩-১ গোলের জয়ে বড় ভূমিকা রাখলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। ব্যক্তিগত পারফরম্যান্সে সমর্থকদের মন জয় করলেন তিনি।
শুক্রবার ইএফএল চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ১৯তম মিনিটে গাস হ্যামারের ফ্রি-কিক থেকে এগিয়ে যায় দলটি। এরপর ৩০ মিনিটে টাইরেসে ক্যাম্পবেল ব্যবধান দ্বিগুণ করেন, যেখানে আক্রমণ তৈরিতে ভূমিকা ছিল হামজারও।
বিরতির পর ৬২ মিনিটে রিয়ান ব্রেওয়েস্টারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় শেফিল্ড। যোগ করা সময়ে কভেন্ট্রির জ্যাক রুদোনি এক গোল শোধ করলেও সেটি শুধুই সান্ত্বনা।
হামজার পারফরম্যান্স ছিল অনন্য। পুরো ম্যাচজুড়ে মিডফিল্ড সামলানোর পাশাপাশি রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন তিনি। তাঁর নেওয়া একটি শট অল্পের জন্য গোল হয়নি। ম্যাচ শেষে দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে হামজাকে সম্মান জানান।
এ ম্যাচ জয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। আগামী ৫ এপ্রিল অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে তারা।