জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

police neutral election bangladesh

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ আইন ও জনস্বার্থের ভিত্তিতেই পরিচালিত হতে হবে।”

রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলেছি, এখন যদি তেল দেওয়া শুরু করেন তবে নির্বাচনের পর আর কোনো লাভ হবে না। এখন যার কাছে যে তেল আছে, সেটা রিজার্ভ করে রাখুন, পরে কাজে লাগাতে পারবেন।”

তিনি আরও বলেন, “কোনো দলের দিকে ঝুঁকবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে নিরপেক্ষ থেকে কাজ করবেন।”