আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

HSC exam postponed

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গভীর রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও বিষয়টি নিশ্চিত করে শিক্ষাবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং সিদ্ধান্তের বিষয়টি শেয়ার করেন।

বিষয়টি নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ। তিনি বলেন, “উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে।