বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে: ক্রিকইনফোর প্রতিবেদন

bcb play in india or risk

ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি এই বার্তা বাংলাদেশকে দিয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ আইসিসি গ্রহণ করতে রাজি হয়নি।

তবে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি তাদের কাছে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত শর্ত বা আনুষ্ঠানিক ‘আলটিমেটাম’ জানায়নি। বিসিবি মনে করছে, বিষয়টি নিয়ে এখনো আলোচনার সুযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবারের ওই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড— কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই দ্রুত এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে আইসিসি।

এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ দল তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।