বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপও

India cancels Bangladesh tour Asia Cup

আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে হঠাৎ করেই বদলে গেছে পরিস্থিতি। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে রোহিত শর্মা, বিরাট কোহলিদের এই সফরটি স্থগিত হয়ে যেতে পারে। পাশাপাশি, সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর ও এশিয়া কাপ আয়োজনের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। এর বদলে ওই সময় স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার চিন্তা করছে বোর্ড।

বুধবার রাতে ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ চলাকালীন পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে। ম্যাচ চলার সময় হঠাৎ করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায় এবং নিরাপত্তা উদ্বেগে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটাররা ভোরে ধর্মশালা ছেড়ে যান।

এই পরিস্থিতির সূত্রপাত হয় কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকে। পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও সীমান্তে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিসিসিআই-এর মূল লক্ষ্য এখন আইপিএলের স্থগিত অংশ শেষ করা এবং খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি আইপিএলের বাকি অংশ সময়মতো শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। বিসিসিআই কোনোভাবেই নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়নি।

এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক অস্থিরতা ও ক্রিকেটীয় সূচির সংঘাতের এই বাস্তবতায় আন্তর্জাতিক ক্রিকেট কীভাবে এগোবে, বিশেষ করে উপমহাদেশে। ক্রিকেট-প্রেমীরা অপেক্ষায় রয়েছেন—এই অনিশ্চয়তা কবে কাটবে।