ভারত-পাকিস্তান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে: ট্রাম্প

india pakistan ceasefire trump

ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছে।

ট্রাম্প এই ঘোষণা দেন Truth Social-এ তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে।

পোস্টে তিনি বলেন, “দীর্ঘ রাতজুড়ে চলা আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “সাধারণ জ্ঞান ও মহান বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টা হামলার ঘটনা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল।

যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছিল। ভারতের মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ‘বুনইয়ান-উন-মারসুস’ নামের একটি বড়সড় পাল্টা সামরিক অভিযান শুরু করে।

এই অভিযানে পাকিস্তান দাবি করে যে তারা ভারতের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র গুদাম, পাঠানকোট ও উধমপুর বিমানঘাঁটি, এবং আদামপুরে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাকিস্তানি ড্রোন ভারতের রাজধানী দিল্লির আকাশে সক্রিয় ছিল বলেও দাবি করা হয়। একই সঙ্গে হ্যাক করা হয় ভারতের বহু সরকারি ও সামরিক ওয়েবসাইট এবং নজরদারির ক্যামেরা।