ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার একদিন পর বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার। বৃহস্পতিবার সকালে সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ৮০,২০৮.২৮-এ। একই সময়ে নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে নামে ২৪,৪৬০.০৫-এ।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, ট্রাম্প প্রশাসনের আকস্মিক শুল্ক বৃদ্ধির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব খাত রপ্তানিনির্ভর, তাদের শেয়ারে বিক্রির চাপ দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, শুল্ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ৩০ থেকে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত প্রভাব পড়তে পারে।
এইচডিএফসি সিকিউরিটিজ-এর সিইও ধীরাজ রেল্লি বলেন, “দীর্ঘমেয়াদে এ ধরনের শুল্ক ভারতের অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে।”
তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এখনো পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে।
কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নিলেশ শাহ বলেন, “শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি একসঙ্গে বিনিয়োগ পরিবেশকে নাড়িয়ে দিতে পারে।”
যদিও শেয়ারবাজারে ধাক্কা লেগেছে, এক মাস মেয়াদি ডলার-রুপি ফরওয়ার্ড (NDF) অনুযায়ী ভারতীয় মুদ্রা স্থিতিশীল থাকার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে ট্রাম্প প্রশাসন চিপ রপ্তানিকারকদের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিলেও অ্যাপলের মতো মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ছাড় পাওয়ায় এশীয় বাজারে উল্টো ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এমএসসিআই-এর এশীয় সূচক ০.৮ শতাংশ বেড়েছে। তাইওয়ান সেমিকন্ডাক্টরের শেয়ারদর ৪.৪% ও স্যামসাংয়ের শেয়ার ১.৯% বৃদ্ধি পেয়েছে।