ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের, ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

Trump said shameful

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে আখ্যা দিয়েছেন ‘লজ্জাজনক’ হিসেবে। অপরদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার দিবাগত রাতের পর পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভারত এই হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি শিশু নিহত ও একাধিক মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রাম্প বললেন, ‘আমরা খবরটা ওভাল অফিসে ঢোকার সময় শুনেছি’
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটা খুবই লজ্জাজনক। আমরা খবরটা ঠিক তখনই শুনি, যখন ওভাল অফিসে ঢুকছিলাম। ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছরের দ্বন্দ্ব রয়েছে। ইতিহাস বলছে, অনেকেই অনুমান করেছিল এমন কিছু একটা হতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি এই সংকট খুব শিগগিরই নিরসন হবে।”

জাতিসংঘ: উভয় দেশকে সংযত থাকার আহ্বান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের এই সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি বলেন, “গুতেরেস উভয় দেশকে সর্বোচ্চ মাত্রার সামরিক সংযম দেখানোর আহ্বান জানাচ্ছেন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত বিশ্ব সম্প্রদায়ের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সামরিক উত্তেজনা কেবল উপমহাদেশই নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রতিক্রিয়া সেটিরই ইঙ্গিত দেয়।