বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা

Virat Kohli Test Cricket retire

ভারতের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের ইতি টানলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে আজ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং দিকপাল। সোমবার (১২ মে) এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান কোহলি।

কোহলি লিখেছেন, “টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।”

টেস্ট ক্যারিয়ারের সূচনা হয়েছিল ২০১১ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ১৪ বছরের গৌরবময় যাত্রায় তিনি খেলেছেন ১২৩টি টেস্ট, করেছেন ৯২৩০ রান, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি।

সাদা পোশাকে খেলার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরও লেখেন, “সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত—যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে।”

৩৬ বছর বয়সী কোহলির শরীর এবং মানসিক চাহিদা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। ২০২৪ সালে টি–টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পর এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন। ধারণা করা হচ্ছে, তিনি এখন ওয়ানডে ফরম্যাটে আরও কিছু সময় খেলতে চান, বিশেষ করে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে।