পর্তুগালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা গত ৩১ অক্টোবর পর্তুগালের লিসবন শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। জমিয়তের দীর্ঘ ঐতিহ্য ও ইসলামী আদর্শের ধারাবাহিকতায় গঠিত এই কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপ শাখার মহাসচিব মুফতি মাওসুফ আহমদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য শাখার মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দীন।
নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা নুরুল মুত্তাকিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা জাকির হুসাইন। এসময় বক্তব্য রাখেন লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তাছলিম উদ্দিন, দারুল আরকাম জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সাজিদ আলম সাজিদ, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, মাওলানা মুদ্দাসসির আনোয়ার, এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক শাহবাগী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জমিয়তে উলামায়ে ইসলামকে শতবর্ষী ইসলামী রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে উল্লেখ করে এর মূল আদর্শ এবং পূর্বসূরীদের রেখে যাওয়া দায়িত্বকে সমুন্নত রাখার আহ্বান জানান। জমিয়তকে পর্তুগালসহ ইউরোপ জুড়ে ইসলামী ঐক্য ও সামাজিক উন্নয়নের মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।