আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, তালিকায় নেই সাকিব আল হাসান

ipl auction bangladesh-players without Sakib al hasan

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরকে সামনে রেখে ক্রিকেটারদের চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। এই তালিকায় জায়গা পেয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার। তবে জায়গা হয়নি আইপিএলে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার Shakib Al Hasan।

নিলাম তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইস পেয়েছেন Mustafizur Rahman। তার জন্য বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ রুপি বেস প্রাইসে আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এ ছাড়া এই নিলামে স্পিনার রাকিবুল হাসানও রয়েছেন। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলের ১৮তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।