এবার মোস্তাফিজকে শিবসেনা নেতার হুমকি 

IPL Mustafiz

আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরমে পৌঁছেছে মাঠের বাইরের উত্তাপ। আর এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় ভারতের একাধিক রাজনৈতিক নেতার তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম ইতোমধ্যেই শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন।

এবার বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি মোস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশি এই পেসারকে পরোক্ষভাবে হুমকিও দেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সঞ্জয় নিরুপম বলেন,
‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, তখন তাদের কেউ এলে সেই ক্ষোভের শিকার হবেন।’

তিনি আরও বলেন,
‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তবে তিনি বড় টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটা তার নিজের নিরাপত্তার জন্য ভালো হবে এবং এতে ভারতের স্বার্থও রক্ষা পাবে।’

রাজনৈতিক চাপ ও বিতর্কের মধ্যেই এখন আইপিএল কর্তৃপক্ষ এবং কলকাতা নাইট রাইডার্সের অবস্থান কী হয়, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।