ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে চলমান বিক্ষোভে অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, “স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
বুধবার রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন।
তিনি অভিযোগ করেন, উপদেষ্টা দু’জনের হস্তক্ষেপের কারণেই আদালতের রায় অনুযায়ী তাঁর শপথ প্রক্রিয়া বন্ধ রয়েছে। “আদালতের রায়ে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে, অথচ শপথ নিতে পারছি না,” বলেন তিনি।
ইশরাক আরও বলেন, “আমার এই আন্দোলন কোনো ব্যক্তিগত পদ-পদবি নয়, এটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায়ের লড়াই।”
তিনি দাবি করেন, সরকারের মধ্যে এখনো পূর্বের দলের অনুপ্রবেশকারীরা থেকে গেছে এবং তাদের মাধ্যমেই নতুন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে।
২০২০ সালের সিটি নির্বাচনে ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন ইশরাক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৭ মার্চ আদালতের রায়ে তাঁকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিক থেকে শপথ অনুষ্ঠানের কোনো পদক্ষেপ না থাকায় ১৪ মে থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। ইশরাক হোসেন জানান, এই ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।