ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সংকট: দায় ইসির, পুনর্গঠনের দাবি এনসিপির

Mayor of Dhaka South City Corporation

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরাসরি বর্তমান নির্বাচন কমিশনের ওপর চাপিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বিভিন্ন কারণেই তারা বর্তমান ইসির ওপর আস্থা রাখতে পারছে না এবং ইসিকে পুনর্গঠন করতে হবে।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলন থেকে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করে দলটি।

ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপি ঢাকা মহানগর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনের সমর্থকদের টানা বিক্ষোভ, নগর ভবন ঘেরাও এবং শাহবাগ অবরোধের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, “এখন যেটা হচ্ছে, একটা বৃহৎ ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে যে পরিপক্বতা জনগণ আশা করে, তারা সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দেওয়া হচ্ছে — সব মিলিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। সবাইকে এই জায়গা থেকে সরে আসা উচিত।”

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “এই সংকট সরাসরি ইসি তৈরি করেছে। তারা মামলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি, আপিলও করেনি। ফলে স্পষ্ট যে তারা একটি দলের ও একটি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। এ ধরনের পক্ষপাতদুষ্ট কমিশনের ওপর কোনো জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে আস্থা রাখা সম্ভব নয়।”

এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অবিলম্বে পুনর্গঠন এবং নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি জানানো হয়েছে।