স্পেনের রাজধানী মাদ্রিদে ইসলামিক ফোরাম স্পেনের নতুন তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাদ্রিদের আল মদিনা রেস্টুরেন্টে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে শাহ আলম সভাপতি, মোহাম্মদ ইব্রাহীম সহ-সভাপতি, মোহাম্মদ নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
ইসলামিক ফোরাম স্পেনের তত্ত্বাবধায়ক রাইসুল ইসলাম নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।
এর আগে বিকেলের অধিবেশনে ইসলামিক ফোরাম স্পেনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, মোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্য ওয়াসিম রানা, মিজানুর রহমান, শাহাদাত আলী এবং ফেনী জেলা ফোরাম ইন স্পেনের সভাপতি আরাফাত হোসেনসহ কমিউনিটির অন্যান্য নেতারা।
নবগঠিত কমিটি আগামী তিন বছর ইসলামিক ফোরাম স্পেনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।
