ইতালিতে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিচ্ছে সরকার, আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে

Visit Italy

ইউরোপের শিল্প ও পর্যটননির্ভর শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে। দেশটি আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করছে।

ইতালির স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পন্সর ভিসায় কর্মী নেওয়ার আবেদন শুরু হবে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এই প্রক্রিয়ার আওতায় নন-ইউরোপীয় ৩৮টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

তবে এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। সঠিক ও অনুমোদিত নিয়োগদাতা ছাড়া আবেদন করা যাবে না। সব তথ্য ডিজিটালভাবে যাচাই করে নিশ্চিত করা হবে আবেদনকারীর যোগ্যতা ও নিয়োগকর্তার বৈধতা।

ইতালির শ্রমবাজারে বিশেষ করে পর্যটন, কৃষি, নির্মাণ ও শিল্প খাতে ব্যাপক জনবল সংকট দেখা দিয়েছে। শুরুতে ২০২৩–২০২৫ মেয়াদে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইতালির শ্রমবাজারে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

এছাড়া, ২০২৬ সালের জন্য নির্ধারিত ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় নির্দিষ্ট পোর্টালে আবেদন জমা দিতে পারবেন।

ইতালিতে অবস্থানরত প্রবাসীরা জানিয়েছেন, এবার আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় এবং ঢাকায় ভিসা প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে বাংলাদেশিদের হয়রানির আশঙ্কা অনেকটাই কমে যাবে। তারা সতর্ক করে বলেন, দালাল চক্রের ফাঁদে না পড়ে সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা সবচেয়ে নিরাপদ ও সফল উপায়।