জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সঙ্গে ভোট গণনা শুরুর ঘোষণাও দেয় নির্বাচন কমিশন।
ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ভোট গণনার কাজ তাৎক্ষণিকভাবে শুরু করা হবে। প্রথমে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে, ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন রয়েছে কি না। কোনো প্রার্থী নামের পাশে ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন থাকলে সংশ্লিষ্ট পদের ভোট বাতিল হিসেবে গণ্য করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। নির্ধারিত সময় শেষে বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও অপেক্ষমাণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। ভোট গণনা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। নির্বাচনে চারটি প্যানেল অংশ নিচ্ছে। প্যানেলগুলো হলো—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। ভিপি (সহসভাপতি) পদে ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে ভোট গণনা শেষ করে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।
