জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩১)।
আজ শুক্রবার সকাল আটটার আগে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের সামনে তিনি হঠাৎ পড়ে যান। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি ভোট গণনায় অংশ নিতে আবার সিনেট ভবনে আসেন। কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন ও প্রশাসন তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। প্রয়াত জান্নাতুল ফেরদৌস মৌমিতা প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।